রায়হান আল রাজ্জাক, ভোলা প্রতিনিধি
করোনা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার সারাদিন চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ,আবু-বকরপুর, আবদুল্লাপুর ও এওয়াজপুর ইউনিয়নে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
এ সময় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চাকরিজীবী ছাড়া সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গৃহকর্মীরা কাজ হারিয়েছেন। ত্রাণের ওপর নির্ভরশীল এসব মানুষ ঘরে ঘরে ঈদ উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া চালের সাথে ‘মানুষ মানুষের জন্য’ কর্মসূচির আওতায় আমি ব্যক্তিগতভাবে সেমাই, চিনি, লবণ, সাবান, দুধসহ প্রায় ১১ আইটেমের খাবার দিয়েছি। ঈদে নতুন জামা-কাপড়ের চিন্তা না করে আগে সুস্থতার কথা চিন্তা করতে হবে। বাঁচলে অনেক জামাকাপড় পরতে পারবেন।
এমন মহামারি রোগ ছড়াচ্ছে যা উন্নত বিশ্বে এখন পর্যন্ত এই রোগের কোনো টিকা বের করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশে ঝুঁকি নিয়ে আমরা আপনার পাশে এসে খাদ্যসামগ্রী দিচ্ছি। এই পর্যন্ত যে পরিমাণ খাদ্যসামগ্রী উপহার দিয়েছি যে মানুষ কমপক্ষে একমাস বাসা-বাড়িতে কাজ না করলেও খেতে পারবে।
এ ছাড়াও তিনি চরফ্যাশন উপজেলার এওয়াজপুরে ঘুর্ণিঝড় আম্ফানে মৃত্যুবরণকারী ইয়ানুর বেগমের পরিবারকে আর্থিক সহায়তা ও সমবেদনা প্রদান করেন।