ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৩ বছরের শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করল মা

কক্সবাজারের উখিয়ায় ঘাতক রোহিঙ্গা মায়ের দায়ের কোপে নিহত হয়েছে তিন বছরের এক নিষ্পাপ শিশু। নিহত শিশুর নাম লাদিব ইসলাম আরিয়ান।

শনিবার (২৩ মে) সকালে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া পালং গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মা জাহানারা বেগম (২৩) কে আটক করেছে। ঘটনার পর থেকে ঘাতক জাহানারা অসংলগ্ন আচরণ করছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, জাহানার স্বামী রোহিঙ্গা রশিদ আহমদ পেশায় একজন জেলে। সে তার স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে ওই গ্রামে ভাড়া ঘরে থাকে। রশিদের একাধিক স্ত্রী থাকায় দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে অশান্তি লেগেই থাকে স্বামী- স্ত্রীর মাঝে।

এর সূত্রধরে পারিবারিক অশান্তির কারনে ঘাতক মা জাহানারা এই জঘন্য, নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা স্থানীয়দের।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার বলেন, শনিবার সকালে ধারালো দা দিয়ে নিজের শিশুপুত্র সন্তানকে মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ ঘাতক মাকে আটক করেছে।

ওসি আরও বলেন, রোহিঙ্গা রশিদ আহমদ এ সময় ঘরে উপস্থিত ছিলেন না।পারিবারিক অশান্তির কারণেই এই নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন