শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কর্ণফুলী নদীর নৌকার মাঝিদের তথ্যমন্ত্রীর ঈদ উপহার প্রদান

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীর নৌকার মাঝি ও উপজেলার বি‌ভিন্ন সড়কে চলাচলরত জীপ চালকদেরকে আওয়ামী লী‌গের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

আজ শ‌নিবার (২৩ মে) দুপু‌রে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে ক‌রোনা ভাইরা‌সের কার‌ণে সঙ্ক‌টে পড়া নৌকার মা‌ঝি ও জীপ চালক‌দের মা‌ঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এএন‌কে ফাউ‌ন্ডেশ‌নের কর্মকর্তারা শ‌নিবার দুপুরে প্রথ‌মে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দেওয়ানজীহাট এলাকায় কর্ণফুলী নদীর খেয়া ঘাটে গিয়ে নৌকার মাঝিদের মাঝে তথ্যমন্ত্রীর ঈদ উপহারগুলো তুলে দেন। এসময় স্থানীয় জেলেপল্লীর বেশকিছু পরিবারেও এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

একই‌দিন বিকালে উত্তর রাঙ্গুনিয়ার ধামাইরহাট ভি এইড পাব‌লিক ক্লাব হ‌লে জীপ চালকদের মাঝেও তথ্যমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

তথ্যমন্ত্রীর পক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ।

উল্লেখ্য করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই রাঙ্গুনিয়ার প্র‍ত্যন্ত অঞ্চলের অসহায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মসজিদের ঈমাম-মোয়াজ্জিন, সনাতন ধর্মের পুরোহিত, বৌদ্ধভিক্ষু, ভ্যানচালক, অটোরিকশা চালক থেকে শুরু করে সবধরণের নিম্নাআয়ের পেশাজীবী অসহায়দের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌঁ‌ছে দেয়া হ‌চ্ছে।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  মানবতার সেবায় কাজ করে যাচ্ছে 'চারু বালা বড়ুয়া স্মৃতি কল্যাণ ট্রাস্ট'

সংবাদটি শেয়ার করুন