ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে খালি বাসায় মূল্যবান জিনিসপত্র না রাখার নির্দেশ ডিএমপির

প্রানঘাতী করোনা ভাইরাস মহামারীর মধ্যেও অনেকে ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন ঈদ উদযাপন করতে। তাদের উদ্দেশ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৪টি নির্দেশনা দিয়েছে এবং খালি বাসায় মূল্যবান জিনিসপত্র না রেখে ঢাকায় অবস্থান করা কোন আত্মীয়ের বাসায় রেখে যেতে বলা হয়েছে।

ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, ঈদ উদযাপনের লক্ষ্যে যারা ঢাকার বাইরে যাবেন, তারা তাদের বাসা অথবা ফ্ল্যাটের মেইন গেটে অটোলক ব্যবহার করুন এবং বাসাবাড়ি ত্যাগের আগে রুমের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করার কথাও জানানো হয়েছে। যরা ঢাকায় থাকবেন তাদের বাইরে ঘোরাঘুরি না করে নিজ বাসায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় আরও জানানো হয়- করোনা ভাইরাসের এমন ভয়াবহ পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত থেকে বিরত থাকুন। ঈদের দিন ও পরবর্তী সময়ে বিনোদন কেন্দ্রে না গিয়ে নিজ ঘরে অবস্থান করে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করুন।

ডিএমপির ১৪টি নির্দেশনার মধ্যে ৯টি নির্দেশনা রয়েছে ঈদ জামাত কেন্দ্রীক। জানানো হয়, সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে ঈদের নামাজের জামাতের আগে। জামাতের সময় মসজিদে কার্পেট বেছানো যাবে না। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। ধর্মপ্রাণ মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন