বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত, এক শিশুর মৃত্যু

ঘুর্নিঝড় আম্পানের তান্ডবে সুন্দরবন ঘেষা উপকূলীয় পাইকগাছা উপজেলা লন্ড-ভন্ড হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। নানার বাড়ীতে বেড়াতে এসে ঝড়ে, দেয়াল চাপায় মিরাজ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চাঁদখালী ইউপির কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এদিকে ঝড়ের প্রভাবে ও জোয়ারের চাপে একাধিক স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙ্গে এলাকার শত-শত মৎস্য ঘের, হাজারো বিঘার কৃষি ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘুর্ণিঝড় আম্পানের তান্ডবে পাইকগাছার বহু শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ভেঙ্গে তছনছ হয়েছে। এছাড়া গত ৩ দিন যাবত বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

ঝড়ের প্রভাবে নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে সাড়ে ৩ ফুট পানি উচ্চতা বৃদ্ধি পেলে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং ফোল্ডারে ঝুঁকিপূর্ণ ওয়াপদার  বেড়িবাঁধ ভেঙে পোল্ডারে পানি ঢুকে ৯টি গ্ৰাম প্লাবিত হয়েছে। বুধবার সোলাদানা ও লস্কর ইউনিয়নের ২৩ নং পোল্ডারের লস্করের খেয়াঘাট সংলগ্ন স্থানে ১৫ ফুট ও কড়ুলিয়ার আনিছ খার ঘের সংলগ্ন স্থানে ৪০ ফুট বেড়িবাঁধ ভেঙে পোল্ডারে পানি প্রবেশ করলে বহু চিংড়ী ঘের তলিয়ে যায়।

বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা সাংবাদিক স্নেহেন্দু বিকাশ এর সহযোগীতায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিকল্প বাঁধ দেওয়ায় খেয়াঘাটের ভাঙন রক্ষা পায়। একই সময়ে স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জেল ও গ্রামবাসির প্রচেষ্টায় ভাঙন কবলিত বাঁধ মেরামত করেন। এর পুর্বে সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ও গড়ইখালীর ক্ষুতখালীতে প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম কেরু স্থানীয়দের সহায়তায় ঝুঁকিপূর্ণ ভেড়িবাধে বালির বস্তা ও মাটি দিয়ে মেরামত করেণ।

আরও পড়ুনঃ  বিদ্যালয়ের বাইরে শত শত নতুন বই

উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী জানান, সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে সহায়তার ব্যবস্তা করা হবে । আমি সহ উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রাথমিক সাহায্য করা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস/আই এইচ

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন