ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে পায়ে হেঁটেই বাড়ি যাচ্ছে মানুষ

সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে গণপরিবহন বন্ধ থাকলেও থেমে নেই মানুষের যাতায়াত। আসন্ন ঈদকে কেন্দ্র করে পায়ে হেঁটেই বাড়ি যাচ্ছে সাধারন জনগণন।

আজ শুক্রবার (২২ মে) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ এবং টাঙ্গাইল মহাসড়কে পায়ে হেঁটে বাড়ি ফিরছে সব মানুষ। বিভিন্ন স্থানে চেকপোস্টে খানিকটা বাধা থাকলেও আগের থেকে অনেকটাই কমে গেছে কড়াকড়ি।

এমন পরিস্থিতিতে কোথাও কোথাও মোটরসাইকেল এবং থ্রি হুইলারেও মানুষকে বাড়ি ফিরতে দেখা গেছে। এ সুযোগে তাদের বাড়তি ভাড়াও দিতে হচ্ছে বলেও অনেকের অভিযোগ রয়েছে।

এই ব্যাপারে পুলিশ জানিয়েছে, আগের চেয়ে যাতায়াতে কিছুটা কড়াকড়ি কম থাকলেও অযথা বের হওয়াদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন