অপ্রয়োজনীয়ভাবে দোকান খোলা রাখায় ও ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করায়, ভ্রাম্যমাণ আদালত ৬ ব্যবসা প্রতিষ্ঠান ও ১৪ ক্রেতাকে জরিমানা করেছেন। ২২ মে বরিশালের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও আতাউর রাব্বী।
জানা গেছে, ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বরিশাল নগরের কাঠপট্টি, চকবাজার ও গির্জা মহল্লা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে স্ত্রী, সন্তানসহ পরিবারের সবাইকে সঙ্গে করে কেনাকাটা করতে বের হয়ে করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করায় ১৪ ক্রেতাকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২৫ (২) ধারায় ৫০০ টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া একাধিকবার সতর্ক করা সত্ত্বেও স্বাস্থ্যবিধি না মানায় ও শাটার বন্ধ অবস্থায় ভেতরে ২৫-৩০ জন ক্রেতা সমাগম ঘটিয়ে পণ্য বিক্রি চালু রাখায় গির্জা মহল্লা এলাকার ‘বৈশাখী’ নামক একটি পোশাকের দোকানকে সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী নগরের গির্জা মহল্লা, চকবাজার, পুলিশ লাইন ও ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৫ দোকানকে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন।
আনন্দবাজার/এস.কে