ঢাকা | মঙ্গলবার
১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা জয় করে ফিরলেন আরও ১৮১ পুলিশ

করোনাভাইরাস জয় করে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৮১ পুলিশ সদস্য। শুক্রবার (২২ মে) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তারা। এর আগে তারা করোনা পজিটিভ নিয়ে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছিলেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু ১৮১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল ত্যাগ করার সময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সরকারের আইইডিসিআর চিকিৎসা প্রটোকল অনুযায়ী, ১৮১ পুলিশ সদস্যদের পরপর দুই বার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দ্বিতীয় বারের মত কোভিড-১৯ নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন সাতশরও বেশি পুলিশ সদস্য।

আনন্দবাজার/ডব্লিউ এস 

সংবাদটি শেয়ার করুন