ঘূর্ণিঝড় আম্পানে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলার মোবাইল নেটওয়ার্ক। ঝড়ের কারণে মোবাইল টাওয়ারের ক্ষতির পাশাপাশি বন্ধ হয়ে গেছে টাওয়ারগুলোর ব্যাটারি বা জেনারেটরের ব্যাকআপ।
মোবাইল অপারেটররা জানান, ঘূর্ণিঝড় আম্পানে এক-তৃতীয়াংশ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুনঃসংযোগের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন।
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ঘূর্ণিঝড়ে উপকূলবর্তী ও সংলগ্ন এলাকায় রবির প্রায় ২ হাজার ৫০০ সাইট সংযোগ বিছিন্ন রয়েছে। এগুলো পুনরায় চালু করতে টেকনোলজি টিম কাজ করছে।
গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস মুহাম্মদ হাসান জানান, নেটওয়ার্ক চালু রাখতে গ্রামীণফোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড়ে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের ফাইবার ও বৈদ্যুতিক সংযোগে ব্যাপক ক্ষতি হয়েছে।
টেলিটকের এমডি সাহাব উদ্দিন জানান, দক্ষিণাঞ্চলে টেলিটকের ৫৩৪টি টাওয়ারের মধ্যে বিদ্যুৎ সংযোগ না থাকায় ৪০৯টি টাওয়ার বন্ধ রয়েছে। জেনারেটর ও ব্যাটারি দিয়ে সীমিত পরিসরে কিছু টাওয়ার চালু করার চেষ্টা করা হচ্ছে। তবে সুন্দরবনের মধ্যে টেলিটকের যে চারটি টাওয়ার রয়েছে সেগুলো পুরোপুরি চালু আছে। ঐ টাওয়ারগুলো জেনারেটর দিয়ে পরিচালিত হয়।
বাংলালিংকের হেড অফ করপোরেট কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেনিবিলিটি আংকিত সুরেকা জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেবাতে বিঘ্ন ঘটছে। জেনারেটারের ব্যাকআপ সক্ষমতা সর্বোচ ৮ থেকে ১০ ঘণ্টা। ফলে যত দ্রুত বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে তত দ্রুত টাওয়ারগুলো চালু হবে।
আনন্দবাজার/টি এস পি