প্রানঘাতী করোনা ভাইরাস রোধ করতে দেশের কারাগারগুলোতে বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ কার্যক্রম সীমিত করা হয়েছে। তবে এইবার স্বজনদের সাথে বন্দীদের সাক্ষাৎ বন্ধ থাকবে পবিত্র ঈদুল ফিতরেও। করোনা ভাইরাসের প্রভাব না কমা পর্যন্ত সাক্ষাৎ কার্যক্রম আর চালু হচ্ছে না।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম জানান, দেশে করোনা ভাইরাস আসার পর থেকেই কারাগারে বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। তাছাড়া কারা ফটকের সামনেও অননুমোদিত কেউ কাউকে আসতে দেয়া হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য সাক্ষাৎ কার্যক্রম বন্ধই থাকবে। পরিস্থিতি ভালো হলে আবার সাক্ষাৎ কার্যক্রম শুরু হবে।
আনন্দবাজার/এস.কে