সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে আম্পান পরবর্তী ভয়াবহ বন্যার আশঙ্কা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রফেসর, প্রাকৃতিক দুর্যোগ গবেষক ড. বিশ্বজিৎ নাথ। এর আগে গত ২৫ এপ্রিল ঘূর্ণিঝড় আম্পানের আগমনের শঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।
স্ট্যাটাসে তিনি বলেন, আম্পান ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ঝড়গুলোর একটি। আম্পানের তীব্রতায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। কেননা আম্পানের পরিধি অনেক বড় ছিল।
এর আগে গত ২৫ এপ্রিল নিজের ফেসবুকে আম্পানের আগমনের খবর প্রকাশ করেন তিনি। যেখানে তিনি একটি ইনফ্রারেড ছবি ব্যবহার করে, ছবিটিতে আম্পানের কেন্দ্রকে কালো কালি দিয়ে চিহ্নিত করেন।
তিনি জানান, তখন থেকে এ ঝড়কে মাথায় রেখে প্রস্তুতি নিলে ফসলের এত ক্ষতি হতো না। বিপুল ক্ষতি হওয়া আমসহ মোটামুটি পরিপক্ক ফসল আগেই ঘরে তোলা যেত।
আনন্দবাজার/টি এস পি