ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অসহায়দের জন্য বিনামূল্যে ঈদ বাজার

মহামারি করোনায় চট্টগ্রামের মাষ্টার লেইন (রেলওয়ে) সমাজ কল্যাণ পরিষদ এর নিজস্ব উদ্যোগে লকডাউনে থাকা দূস্থ, গরিব, অসহায়, দিনমজুর ও কর্মহীন মানুষের জন্য বিনামূল্যে ঈদ বাজারের আয়োজন করা হয়েছে।

গতকাল বুধবার (২০মে) ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ হোসেন হিরন এ কার্যক্রমের উদ্বোধন করেন। যারা মনে করবেন নিজের বা পরিবারের যে কোন সদস্যের জামা কাপড় প্রয়োজন তারা যেন নিঃসংকোচে এই ঈদ বাজার থেকে সম্পূর্ণ বিনামূল্যে পছন্দনীয় জামা সংগ্রহ করতে পারবেন। সে জন্যই এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

গেল মঙ্গলবার ২৫ রমজান থেকে শুরু হয়ে স্টক শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বাজার চলবে।

উল্লেখ্য, এখানে প্রবেশের আগে অবশ্যই অ্যান্টিসেপটিক দ্বারা পরিষ্কার হয়ে আসতে হবে যেন সংক্রমণ রোধ করা যায়। এই বাজার থেকে প্রত্যেকেই শুধুমাত্র একটি করে পছন্দনীয় জামা নিতে পারবেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন