চরফ্যাশন প্রতিনিধি
করোনাভাইরাসের পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই প্রাকৃতিক দূর্যোগ সুপার সাইক্লোন আম্পানের আগাতে চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
’মানুষ মানুষের জন্য’ কর্মসূচির আওতায় এরই বৃহস্পতিবার (২১ মে) তার সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ২০০ কর্মহীন ও দুস্থ পরিবারে মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংসদ সদস্যের পক্ষ থেকে স্থানীয় উপজেলা ছাত্রলীগের নেতারা এসব খাদ্যসামগ্রী কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি হায়াতউল্লাহ্ চৌধুরি রেজবি, সাধারণ সম্পাদক আল আমিন মুন্সি ও বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম প্রমুখ।
আনন্দবাজার/রায়হান আল রাজ্জাক