সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চরফ্যাশনে এমপি জ্যাকবের পক্ষে ঈদ উপহার বিতরণ

চরফ্যাশন প্রতিনিধি

করোনাভাইরাসের পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই প্রাকৃতিক দূর্যোগ সুপার সাইক্লোন আম্পানের আগাতে চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

‌’মানুষ মানুষের জন্য’ কর্মসূচির আওতায় এরই বৃহস্পতিবার (২১ মে) তার সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ২০০ কর্মহীন ও দুস্থ পরিবারে মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংসদ সদস্যের পক্ষ থেকে স্থানীয় উপজেলা ছাত্রলীগের নেতারা এসব খাদ্যসামগ্রী কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি হায়াতউল্লাহ্ চৌধুরি রেজবি, সাধারণ সম্পাদক আল আমিন মুন্সি ও বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম প্রমুখ।

আনন্দবাজার/রায়হান আল রাজ্জাক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  হত্যাসহ ১২ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুন