শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ছবিতে প্রলয়াঙ্কারী আম্পানের ধ্বংসযজ্ঞ

সারাদেশের শত শত মাইল জুড়ে ক্ষতচিহ্ন রেখে গেছে প্রলয়ঙ্কারী সুপার সাইক্লোন আম্পান। ঝড়ের তান্ডবে উপড়ে গেছে গাছ, ধ্বংস হয়েছে বাড়িঘর, নষ্ট হয়েছে ক্ষেতের ফসল, ভেঙে গেছে শহররক্ষা বাঁধ ও বেড়িবাঁধ। আম্পানে এখন পর্যন্ত বাংলাদেশে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব ছিলো সবচেয়ে ভয়াবহ। সেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে।

দেশের চতুর্দিক জুড়ে এখন শুধুই শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের ধ্বংসযজ্ঞ। ঝড়ের তাণ্ডবে বাড়িঘড়ের পাশাপাশি রাস্তায় উপড়ে পড়েছে গাছপালা। ধ্বংসযজ্ঞ সরাতে পূর্ণদমে ব্যস্ত সময় পার করছেন উদ্ধারকর্মীরা।

সাতক্ষীরার শ্যামনগরে বেড়িবাঁধ ভেঙে বাড়িঘর প্লাবিত হয়ে গেছে। ছবি: রয়টার্স।
বিধ্বস্ত বসতঘর। সাতক্ষীরা। ছবি: এএফপি
ধ্বংস হয়ে যাওয়া ঘর থেকে প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজছেন। পশ্চিমবঙ্গের মেদিনীপুর। ছবি: এএফপি।
উপড়ে গেছে গাছ।

 

সাইক্লোনের আগে ঘর মেরামত। কক্সবাজার। ছবি: রয়টার্স।
ভারী বর্ষণ থেকে সন্তানকে বাঁচানোর চেষ্টায় মা। সাইক্লোনের আগে কলকাতার একটি বস্তি এলাকা থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেয়ার সময়। ছবি: রয়টার্স।

বিশাল গাছ পড়ে বন্ধ হয়ে গেছে রাস্তা। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ। ছবি: রয়টার্স।
পশ্চিমবঙ্গ। ছবি: রয়টার্স।
পশ্চিমবঙ্গ। ছবি: রয়টার্স।
ভাঙা বাঁধ মেরামতের চেষ্টা। সাতক্ষীরার গাবুরা এলাকা। ছবি: রয়টার্স।
নেতাজী সুভাস চন্দ্র বোশ এয়ারপোর্ট, কলকাতা। ছবি: এএফপি।
আরও পড়ুনঃ  বাদামের নতুন দিগন্ত শরণখোলা

সংবাদটি শেয়ার করুন