করোনাভাইরাসের কারণে মাঠে নেই কোন ধরনের খেলা। তাই ডেনমার্কে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সময় পার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেই জানালেন বলিউড তারকা আলিয়া ভাটের সঙ্গে ছবি তুলতে না পারার আক্ষেপের কথা।
শুক্রবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ফেসবুক লাইভে আড্ডা দিতে এসে এ কথা জানান জামাল। ডেনমার্ক থেকেই বাফুফের এই লাইভ আড্ডায় যোগ দেন জামাল।
গত বছরের অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে ভারতে যায় বাংলাদেশ। ম্যাচের ঠিক আগ মুহূর্তে জামালের সঙ্গে পরিচয় হতে গিয়েছিলেন বলিউডের হিট তারকা আলিয়া ভাট। আজকের আড্ডায় সেই স্মৃতি তুলে ধরে জামাল বলেন, ‘ম্যাচের আগে হোটেলের নিচে একজন মেয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি জানতামই না কে ছিলেন তিনি। তবে সে বলেছিল তার নাম আলিয়া ভাট। তিনি দেখতে খুব সুন্দর ছিলেন। আমি তার দিকে তাকাচ্ছিলাম, আর অনেক কিছু ভাবছিলাম। বলিউডের সিনেমা দেখা হয় না বলেই আমি তাকে চিনতে পারিনি। পরে জানলাম, সে অনেক বড় বলিউড তারকা। তার সঙ্গে ওইদিন ছবি তুলতে না পারায় আমি অনুতপ্ত হই’।
ডেনমার্ক প্রবাসী জামাল সেখান থেকেই ফুটবলে পথ চলা শুরু করেছিলেন। শিকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন ছিলো জামালের। তাই স্বপ্ন পূরণের জন্য ২০১১ সালে জাতীয় দলের ট্রায়ালে অংশ নেন কিশোরগঞ্জের এই খেলোয়াড়।