মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরের চালের টিন বিক্রি করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ত্রাণ

“প্রতিবন্ধীরা বোঝা নয়, শিক্ষা পেলে করবে জয়”, এ প্রতিপাদ্য নিয়ে পথ চলা ময়মনসিংহের ত্রিশালে আইডিয়াল প্রতিবন্ধী স্কুলের প্রায় দুই শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ও অন্যান্য প্রতিবন্ধীদের মাঝে স্কুলের পরিচালক মোঃকামাল হোসেন স্ব উদ্যোগে আটা, সেমাই, চিনি ঈদ সামগ্রী হিসেবে বিতরণ করেন।

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির এই দুর্যোগে নিম্ন-মধ্যবিত্ত ও অসহায় মানুষরা বিভিন্ন ভাবে সরকারি-বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে প্রণোদনা পাচ্ছেন। কিন্তু অনেকটাই অসহায়ত্বে দিনাতিপাত করছেন আইডিয়াল প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা।

তাই ঘরের চালের টিন বিক্রি করে নিজের হাতে গড়া স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠিতা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। এছাড়া ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  অজগরের পেটে এক নারীর মরদেহ উদ্ধার!

সংবাদটি শেয়ার করুন