ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আম্পানের প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসেব ১১০০ কোটি টাকা

সম্প্রতি আম্পানের কারণে ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক হিসাব দেওয়া হয়েছে দেশের চারটি মন্ত্রণালয় থেকে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানিয়েছেন ঘূর্ণিঝড় আম্ফানের কারণে এক হাজার ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তী সব ব্যাপার নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য দেন প্রতিমন্ত্রী।

এই ব্যাপারে তিনি জানান, প্রায় এক হাজার ১০০ কোটি টাকার প্রাথমিক হিসাব এখন পর্যন্ত আমরা পেয়েছি। মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় আমদের এই ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছে। আর বাকিরা তাদের রিপোর্ট দিয়েছেন। তবে তারা তেমন কোনো ক্ষয়ক্ষতির হিসাবের বিবরণ দেয়নি।

গত বুধবার (২০ মে) বিকেলে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানে। এরপর সন্ধ্যারাত থেকে বাংলাদেশের উপকূলেও শুরু হয় আম্পানের তাণ্ডব। সকালেই মোংলা, পায়রা এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন