ঢাকা | মঙ্গলবার
২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ১৩ জনের

গাইবান্ধায় রডবোঝাই ট্রাক উল্টে গেছে। নিহত হয়েছে ১৩ জন। ২১ মে সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় দুর্ঘটনা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। 

নিহতদের মধ্যে ১০ জন বয়স্ক মানুষ এবং তিনজন শিশু রয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে মরদেহগুলো। কিন্তু নাম-পরিচয় জানা যায়নি নিহতদের।

প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য চলমান লকডাউনের জন্য গণপরিবহন বন্ধ থাকায় ঈদে তারা রডবোঝাই ট্রাকের ওপর ত্রিপল বিছিয়ে ঢাকা থেকে রংপুরে ফিরছিলেন বলে জানা যায়।

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন