দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণে করোনায় আক্রান্ত হয়েছে। এসময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৪০৮ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫১১ জনে।
বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ২৬২টি পরীক্ষা করা হয়েছে। মোট ৪৭টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ৩৯৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৫ হাজার ৬০২ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৫১ লাখ ৯১২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২০ লাখ ৩৩ হাজার ৪৮৮ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ২৯ হাজার ৪৯৬ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ৯৪ হাজার ৯৪১ জন।
যুক্তরাজ্য: ৩৫ হাজার ৭০৪ জন।
ইতালি: ৩২ হাজার ৩৩০ জন।
ফ্রান্স: ২৮ হাজার ১৩২ জন।
স্পেন: ২৭ হাজার ৮৮৮ জন।
ব্রাজিল: ১৮ হাজার ৮৯৪ জন।
বেলজিয়াম: ৯ হাজার ১৫০ জন।
জার্মানি: ৮ হাজার ২৭০ জন।
ইরান: ৭ হাজার ১৮৩ জন।
মেক্সিকো: ৬ হাজার ৯০ জন।
আনন্দবাজার/শহক