ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইনে জরুরি ওষুধ সেবা

করোনার প্রাদুর্ভাবে গোটা বিশ্বই প্রায় অবরুদ্ধ। ঘরবন্দি এ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার জোগান নিশ্চিতে অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো।

দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবার পাশাপাশি জরুরি ওষুধও বিক্রি করছে। অনলাইন ডাক্তার সেবার পাশাপাশি এবার এলো অনলাইন ওষুধ ডেলিভারি সেবা। ই-কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক ফার্মেসিও তাদের সেবা নিয়ে অনলাইনে এসেছে। ফলে ঘরে বসেই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে খুঁজে নিতে পারেন আপনার প্রয়োজনীয় ওষুধ সামগ্রী।

জরুরি পণ্যের তালিকায় এইমুহূর্তে শীর্ষস্থানে রয়েছে ওষুধ। একারণেই লকডাউনে শিল্প-কলকারখানা বন্ধ থাকলেও খোলা রয়েছে ফার্মেসিগুলো।

বাসাবাড়ির আশপাশেই পাওয়া যায় ওষুধের দোকান। তবে অনেক সময় এসব দোকানে প্রয়োজনীয় ওষুধগুলো পাওয়া যায় না। অনেকে আবার এসময়ে একেবারেই ঘর থেকে বের হচ্ছেন না। তাই তাদের জন্য কাঙ্ক্ষিত বিকল্প হতে পারে এই অনলাইন প্ল্যাটফর্ম।

ইভ্যালি, দারাজ, সহজ, পাঠাও সহ ফুডপান্ডায় এখন যেকোন ধরণের প্রয়োজনীয় ওষুধ অর্ডার করলেই তা পৌঁছে যাবে আপনার দরজায়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লোকজনকে যেন জরুরি ওষুধের জন্য বাইরে আসতে না হয় এবং বাইরে আসাকে নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় ওষুধ বাসায় হোম ডেলিভারি দিচ্ছে এসব কোম্পানিগুলো।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন