আজ পবিত্র শবে কদর। আর এই পবিত্র রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর। এবং সেই সাথে ‘কদর’ নামে একটি সূরাও নাজিল হয়েছিল। তাই এই রাতটি মুসলমানদের কাছে একটি পবিত্র রাত।
শবে কদরের এই রাতে মুসলমানরা সারা রাত ইবাদত-বন্দেগিতেই কাটিয়ে দেন। শবে কদরের আরবি নাম হলো লাইলাতুল কদর। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং সারা বিশ্বের মুসলমানদের কাছে তাই এই রাত অনেক পুণ্যের এবং সওয়াবের রাত।
তবে দেশের চলমান অবস্থায় করোনা সংক্রমনের কারণে মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কদরের নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসলমানগণ।
আনন্দবাজার/এইচ এস কে