ঢাকা | রবিবার
১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আছড়ে পড়ছে ৮ ফুট উঁচু ঢেউ

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ৭-৮ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে সন্দ্বীপ উপকূলে। এই উপজেলার বেশ কয়েকটি বাঁধে ইতিমধ্যেই ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. ময়েন উদ্দিন বলেন, গতকাল রাত থেকেই বিশাল বিশাল ঢেউ সাগর পাড়ে আছড়ে পড়ছে। আমাদের সারিকাইত এলাকার বাঁধের বিরাট অংশ ভেঙে গেছে। জোয়ারে সাগর ফুঁসে উঠছে। প্রচণ্ড বাতাস বইছে।

এদিকে বুধবার দুপুর সন্দ্বীপ পৌরসভা ২ নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় আম্ফানের জোয়ারে ভেসে যাওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত যুবকের নাম মো. সালাউদ্দিন (১৮)। তিনি পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের হোনাজীর বাড়ির আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, চরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে যায় সালাউদ্দিন।

এদিকে, বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছে আম্পান। সুন্দরবনের একাংশ, মোংলা ও সাতক্ষীরা হয়ে উপকূলে প্রবেশ করেছে। গতিবেগ কমে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর থেকে আরো জানানো হয়, আম্পান দিক পরিবর্তন করে আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের দিকেই বেশি আঘাত হেনেছে।

আম্পান বিকেল ৪টায় বাংলাদেশের উপকূলে আঘাত হেনে উপকূল অতিক্রম করতে শুরু করে। রাত ৮টার মধ্যে সাগর আইল্যান্ডের পূর্বদিক দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ অতিক্রম করে যাবে। অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার রয়েছে, যা ধীরে ধীরে কমে যাবে।

সংবাদটি শেয়ার করুন