শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা রোধে কাপ্তাইয়ে কমিউনিটি পুলিশের ব্যাপক প্রচারণা

: সকলকে সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করার আহ্বান

রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে মঙ্গলবার(১৯ মে) সকাল ১১ টায় কাপ্তাই নতুনবাজার এলাকায় করোনা ভাইরাস সংক্রমনরোধে জনগনকে সামাজিক দুরত্ব মেনে কেনাকাটা করার অনুরোধ জানান। এই সময় কমিউনিটি পুলিশের উদ্যোগে জনগনকে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সাবান দিয়ে হাত ধৌত করার উপর পরামর্শ প্রদান করা হয়।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার কমিউনিটি পুলিশের পক্ষ হতে এই প্রচারনার অংশ নেন। এই সময় কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আতাউল হক সহ কাপ্তাই নতুনবাজার বনিক সমিতির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, চট্রগ্রাম রেন্জের ডিআইজি এবং রাংগামাটি জেলা পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলা, ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং কাজ করে যাচ্ছেন।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারছেন না কেউ

সংবাদটি শেয়ার করুন