ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘুর্ণিঝড় আম্পান মোকাবেলায় মোল্লারহাটে চলছে ব্যাপক প্রস্তুতি

মোল্লাহাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘুর্ণিঝড় আম্পান মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন জানান-গত ১৬ তারিখে জরুরী সভার মাধ্যমে মোল্লাহাটের সকল মানুষ ও প্রাণির সুরক্ষাসহ অন্যান্য সকল ধরনের ক্ষতির কবল থেকে মুক্ত রাখতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মোল্লাহাটের ১০ টি সাইক্লোন শেল্টার ও ৭০ শিক্ষা প্রতিষ্ঠান মিলে মোট ৮০টি আশ্রয়ন প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে ৮টি মেডিকেল টিম ও জরুরী বিদ্যুৎ সেবায় ৭টি টিম। উপজেলাধীন ৭টি ইউনিয়নের সবকটিতে দূর্যোগ প্রস্তুতি কমিটি ও কন্ট্রোল রুমসহ উপজেলা দূর্যোগ প্রস্তুতি কমিটি এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও ১৫০ জন সেচ্ছাসেবক ও বিভিন্ন এনজিওর ২৭ ব্যক্তি প্রস্তুত রয়েছে।

উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা জানান, জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র নির্দেশে ঘুর্ণিঝড় আম্পান মোকাবেলায় সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন