ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে বাড়ছে শঙ্কা

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ২৪ ঘন্টায় আরো ২৩ জনের দেহে করোনা সংক্রমন পাওয়া গেছে।  তাদের মধ্যে সোনারগাঁ থানার ১০ জন পুলিশ সদস্য রয়েছে। ২০ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, দুইজন প্রাপ্ত বয়স্ক মহিলা ও মোগরাপাড়ায় একজন মহিলার মৃত্যু। এ নিয়ে সোনারগাঁয়ে ১১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে সোনারগাঁ থানায় ১০ জন পুলিশ সদস্য, সোনালী ব্যাংক সোনারগাঁ শাখায় একজন পুরুষ, পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাট ও আষাঢ়ীয়ার চর এলাকায় দুজন। মোগরাপাড়া ছোট কাজিরগাঁও একজন মহিলা ও বাড়ি মজলিস গ্রামে এক মহিলার মৃত্যু, হাবিবপুর একজন পুরুষ, সনমান্দি ইউনিয়নে দড়িকান্দি বারপাড়া দুজন, বৈদ্যেরকান্দি একজন, বাংলাবাজার একজন,  বাড়ি চিনিস দুজন রয়েছে। এ নিয়ে সোনারগাঁয়ে করোনা রোগী ১১৫ জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা সোমবার (১৮ মে)  রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ২৩ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক  পুরুষ ও নারী রয়েছে।

এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ১১৫ জন, সুস্থ হয়েছেন ৩১ জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ৩ জন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন