ঢাকা | বৃহস্পতিবার
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আরও ৬৯৭০ কওমি মাদরাসাকে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের আরও ৬ হাজার ৯৭০টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক তহবিল দিয়েছেন।

গত রবিবার (১৭ মে) , এই টাকা ইলেকট্রনিক তহবিল স্থানান্তর (ইএফটি) পদ্ধতির মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হয়েছে।

এই ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, সরকার রোজার আগেই প্রথম ধাপে ৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসায় প্রায় ১০ কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করেছে। এবং দ্বিতীয় ধাপে ঈদের আগে আমরা আরও প্রায় ৭ হাজার মাদরাসায় অর্থ সহযোগিতা করলাম।কোন অসহায় মানুষই যেন অবহেলিত না থাকে সে জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি।

প্রধানমন্ত্রী পবিত্র রমজান উপলক্ষে যেসব মাদরাসায় প্রায় ১০ কোটি টাকার আর্থিকসহায়তা দিয়েছেন তার মধ্যে রংপুর বিভাগের ৭০৩টি, রাজশাহী বিভাগের ৭০৪টি, খুলনা বিভাগের ১০১১টি, বরিশাল বিভাগের ৪০২টি, ময়মনসিংহ বিভাগের ৩৯৭টি, ঢাকা বিভাগের ১৭শ’ ৮০টি, চট্টগ্রাম বিভাগের ১৪শ’ ৮১টি এবং সিলেট বিভাগের ৪শ’ ৮১টি মাদরাসা আছে।

দেশের কওমি মাদরাসা কর্তপক্ষরা করোনাভাইরাস এমন মহামারিতে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর এই অনুদান প্রদানে তাকে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন