করোনার এমন পরিস্থিতিতে আন্দোলন করছেন চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালের নার্স-স্বাস্থ্যকর্মী এবং কর্মচারীরা। সম্প্রতি বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতেই তাদের এই কর্মবিরতি এবং বিক্ষোভ।
আজ সোমবার দুপুরে নগরীর মেহেদীবাগ এলাকায় তারা এই আন্দোলন শুরু করে।
এই ব্যাপারে তারা জানিয়েছেন- করোনার এই মহামারির পরিস্থিতিতে নিজেদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও তারা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু এতকিছুর পরও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ঈদের আগে বেতন-বোনাস দিচ্ছে না।
একই অবস্থা চলমান থাকলে তাদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না বলেও জানিয়েছেন হাসপাতালের কর্মীরা।
আনন্দবাজার/এইচ এস কে