ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে চলছে জমজমাট ঈদের কেনাকাটা

লালমনিরহাটে করোনাভাইরাসের ভয়কে উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে জমজমাট ঈদ কেনাকাটা। প্রশাসন এ ব্যাপারে শক্ত অবস্থানে থাকলেও তাদের ফাঁকি দিয়েই দোকানগুলোতে চলছে মানুষের আনাগোনা।

নানা ভাবে সবাইকে সচেতন করা হচ্ছে করোনার ব্যাপারে। তবে কোন লাভ হচ্ছে না, প্রশাসনের গাড়ি দেখলেই পালিয়ে যায় সবাই। গাড়ি চলে গেলেই আবার শুরু হয় জমজমাট বেচাকেনা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ঈদের সেমাই বিক্রি করছেন কিছু দোকানদার কিন্তু তাদের হাতে নেই গ্লাভস, নেই মুখে মাস্ক। এ সময় ভ্রাম্যমাণ আদালত মানহীন কিছু সেমাই আগুনে পুরে নষ্ট করে দেয়। কিছু দোকানে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা ভ্রাম্যমাণ আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন হক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা মানুষ কে সামাজিক দূরত্বে থাকার জন্য নিয়মিত
প্রচার-প্রচারণা চালাচ্ছি। এ ছাড়াও পুলিশ ও সেনাবাহিনী একসাথে অভিযান চালাচ্ছে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আনন্দবাজার/ডব্লিউ এস/এস এ

সংবাদটি শেয়ার করুন