ঢাকা | বৃহস্পতিবার
১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরিকল্পনা চলছে পুরোদমে মেগা প্রকল্পগুলোর কাজ শুরুর

করোনার প্রভাবে থমকে থাকা মেগা প্রকল্পগুলোর কাজ আবারও পুরোদমে শুরু করার পরিকল্পনা চলছে। সরকারের ১০ মেগা প্রকল্পের মধ্যে ৫টির কাজ এখন পুরো বন্ধ আছে। বাকী ৫টির কাজও চলছে সীমিত পরিসরে। আর এই কাজ গুলোর পুরোদমে শুরুর তাগিদ দেয়া হয়েছে।

এসব কাজের প্রকৌশলী, পরামর্শক এবং মালামাল-তিনটি বিষয়েই নির্ভর করতে হয় বিদেশের ওপর। যাদের অনেকেই চলে গেছেন। করোনার প্রাদুর্ভাব শুরুর পর গ্রামের বাড়ি চলে গেছেন বেশিরভাগ দেশি শ্রমিক। ২৪ ঘণ্টা আবাসিক সুবিধা দিয়ে কাজ চলছে কোথাও কোথাও।

তবে কাজ পিছিয়ে গেলেও শিগগিরই পুরোদমে শুরুর কথা বলছেন প্রকল্প পরিচালকরা।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ শ্রমিক কনসালটেন্ট কিছু কমে গেছে। যার কারণে আমরা ৩ শিফটে কাজ করতে পারছি না।

অন্য দিকে মেট্রোরেল ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক বলেন, শ্রমিকরা সকলেই বাড়িতে চলে গেছে। এখন আমরা তাদের নিয়ে আসা শুরু করেছি। আশা করি ১০-১৫ দিনের ভেতরে কাজ শুরু করা যাবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন