ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লালন শাহ’র মাজারের সিন্দুক ভেঙ্গে টাকা চুরি

সম্প্রতি করোনার এই মহামারির মধ্যে কুষ্টিয়া ছেঁউড়িয়ায় মরমী সাধক ফকির লালন শাহের মাজারের সিন্দুক ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। তথ্যমতে, বৃহস্পতিবার (১৪ মে) তারিখ রাতে ঝড়ের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধের সময় মাজারের ছাদের কারনিশ দিয়ে প্রবেশের মাধ্যমে এই চুরির ঘটনা ঘটে।

মাজারের দায়িত্বরত খাদেম রবিবার (১৭ মে) সকালে মাজারের মূল দরজা খুললে তিনটি সিন্দুক ও সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় দেখতে পায়। এই ঘটনার পর লালন শাহ’র মাজারের মত দর্শনীয় স্থানে চুরির ঘটনায় মাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এ বিষয়ে স্থানীয়রা জানান, নাইট গার্ড, খাদেম ও এতো সিসি ক্যামেরাযুক্ত স্থানে অভ্যন্তরীন কেউ জড়িত না থাকলে কিভাবে এমন চুরির ঘটনা ঘটতে পারে তা আমাদের জানা নেই। তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন