ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশাসনের আড়ালে চলছে রমরমা ব্যবসা

মহামারি করোনায় হাটহাজারী উপজেলায় এই পর্যন্ত ২৫ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ১ জন মহিলা মৃত্যুবরণ করেছে।

প্রশাসন দিন রাত চেষ্টা করলেও সচেতন হচ্ছে না জনগণ। জনগনকে থেকে রক্ষা করতে মার্চ থেকেই লকডাউন করা হয়েছিল এই উপজেলাটি। গত ক’দিন আগেই কোটি টাকা লোকশানের কথা চিন্তা না করেই উপজেলার বড় বড় শপিংমল গুলো বন্ধ ঘোষণা করা হয় শুধু মাত্র জনগণের সুরক্ষার জন্য। কিন্তু বন্ধ হয়নি রাস্তার পাশে হকার গুলো। তাতেই ভীড় জমাই দায়সারা ক্রেতা।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নে সরকারহাট বাজারে রাস্তা পাশে অস্থায়ী কাপড়ের দোকানগুলোতে চলছে রমরমা ব্যবসা। প্রতিটি দোকানেই ক্রেতার ভীড়। তাদের মধ্যে অধিকাংশই মহিলা সাথে ৫ থেকে ১০ বছরের শিশু। নেই কোনো শারীরিক দূরত্ব।

কিন্তু যারা প্রতিনিয়তই ঘরে খাবার নেই বলে ত্রাণের জন্য মূখে ফেনা তুলে তারা শপিং করার জন্য টাকা পায় কই।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন বলেন, জনগণ অসচেতন তারা বুঝতেছে না করোনা কি? তারা মনে করছে করোনা বলতে কিছু নেই। আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের বুঝাতে।

উল্লেখ্য, সোমবার (১৭ মে) থেকে ঔষধ ও মুদির দোকান ছাড়া সকল প্রকার দোকান বন্ধ থাকবে বলে জানান।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন