ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শতাধিক গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত

প্রানঘাতী করোনা ভাইরাস আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা বেড়েই চলেছে দিন দিন। এর মধ্যেই শতকের ঘর পেরিয়েছে আক্রান্তের সংখ্যা। মারা গেছেন তিন জন। করোনা রোধের অংশ হিসেবে সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরতে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন গণমাধ্যমকর্মীরা। তবে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় প্রশ্ন উঠেছে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত নিয়ে।

সংশ্লিষ্টরা জানান, প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য চলমান লকডাউনেও গণমাধ্যমকর্মীদের ঘরে বসে থাকার কোনও সুযোগ নেই। তবে যতটা পারা যায় নিজেকে সুরক্ষিত রেখেই কাজ করতে হবে। প্রয়োজনে গণমাধ্যমগুলোকে ঐক্যবদ্ধ হয়ে নিউজ ও দায়িত্ব রেশনিং করার মাধ্যমে ঝুঁকির মাত্রা কমিয়ে আনতে হবে। গণমাধ্যমের মালিকদের এই উদ্যোগ নিতে হবে।

তার সাথে করোনায় আক্রান্ত গণমাধ্যমকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করতে মালিকপক্ষ ও সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে।

জানা যায়, এরই মধ্যে অন্তত ১১৩ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাসহ সারাদেশে। কেউ বাড়িতে আবার কেউ হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে কাজেও যোগ দিয়েছেন বেশ কয়েকজন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন