ঢাকা | রবিবার
২৭শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে ফেনী জেনারেল হাসপাতালে আইসিইউ চালু

অবশেষে ফেনী জেনারেল হাসপাতালে আইসিইউ চালু হয়েছে। রবিবার (১৬ মে) ফিতা কেটে ও মুনাজাতের মধ্য দিয়ে নতুন ভবনের ২য় তলায় স্থাপিত আইসিইউ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

এসময় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির,ফেনী জেনারেল হাসপাতালেরর তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, ফেনী বিএমএর সাধারণ সম্পাদক বা.বিমল চন্দ্র দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঁইয়াও ডা. রিপন নাথ,প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্র জানা যায়, ২০১৮ সালের ১৬ জানুয়ারি মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মঈনউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী আধুনিক সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউর অনুমোদন দিয়েছেন। প্রাপ্ত বরাদ্ধ অনুযায়ী ওই বছরের সেপ্টেম্বরের মধ্যেই সিংহভাগ কাজ শেষ হয় ও অক্টোবরে উদ্বোধনের কথা ছিল।

কিন্ত দক্ষ জনবল সংকটের অজুহাতে তখন এটি চালু করা হয়নি। করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে এনিয়ে তোড়জোড় শুরু হয়। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আন্তরিক প্রচেষ্টায় আপাতত ২ শয্যার আইসিইউ চালু থাকবে বলে জানা গেছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন