ঢাকা | বুধবার
৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কারাবন্দীদের স্বাস্থ্যগত সুরক্ষার নির্দেশনা চেয়ে রিট

কারাগারে থাকা বন্দীদের স্বাস্থ্যগত সুরক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রবিবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের নের্তৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চে ই-মেইলে এই রিট আবেদন করা হয়।

করোনাভাইরাস থেকে রক্ষায় কারা কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছেন তা জানাতে আইনি নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে এ রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি ও কারা মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী করোনা থেকে রক্ষায় সামাজিক দূরত্ব কে প্রধান উপায় হিসাবে গণ্য করা হয়। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্বের সব দেশ, আন্তর্জাতিক সংস্থাসমূহ এই ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত নির্দেশনা জারি করছে। গত ২৬ মার্চ থেকে বাংলাদেশ সাধারণ ছুটির আদলে মূলত লকডাউন পালন করছে। সব পর্যায়ে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত আছে। কিন্তু করোনা ভাইরাসে সবচেয়ে ঝুকিতে রয়েছে কারাবন্দীরা। কারণ দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দিগুণেরও বেশি বন্দী রয়েছে।

রিটে আরও বলা হয়, সাম্প্রতিক রিপোর্ট অনুসারে দেশের ৬৮ টি কারাগারে ৪১ হাজার ২৪৪ জনের স্থান হলেও বর্তমানে সেখানে ৮৫ হাজার বন্দী রয়েছে। এই অবস্থায় কারাভ্যন্তরের বন্দীদের সামাজিক দূরত্ব বজায় রাখা বস্তুত অসম্ভব। এরইমধ্যে ২৩ জন কারারক্ষী এবং ২ জন বন্দীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ১২ মে সিলেট কেন্দ্রীয় কারাগারে এক বন্দী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন