ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় আগামী ২৯ মে থেকে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা ভাতা স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং নিয়ন্ত্রণ ও নীতি বিভাগ রবিবার (১৭ মে) এ বিষয়ে একটি নির্দেশ জারি করে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনার পরিস্থিতিতে দায়িত্বে থাকা ব্যাংকারদের বিশেষ প্রণোদনা ভাতা দেয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকে ১২ এপ্রিল একটি নির্দেশনা দেয়া হয়েছিল। তবে এখন অর্থনীতিকে সচল করতে অন্যান্য খাতের মতো সীমাবদ্ধ ব্যাংকিংয়ের পরিবর্তে সাধারণ ব্যাংকিং কার্যক্রম চালু করা দরকার।
এ পরিস্থিতিতে ২৯ মে থেকে ব্যাংকারদের কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ প্রণোদনা ভাতা প্রদান অব্যাহত রাখার প্রয়োজন নেই। ফলস্বরূপ, ২২ এপ্রিলের বিজ্ঞপ্তি ২৯ মে’র পর আর কার্যকর হবে না। ব্যক্তিগতভাবে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাংকের নিজস্ব নীতিমালা/বিধি অনুযায়ী ভ্রমণ ব্যয় পাবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আনন্দবাজার/তা.তা