ঢাকা | সোমবার
১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ফের মার্কেট বন্ধের ঘোষণা

যশোরে ফের মঙ্গলবার সকাল থেকে সকল দোকানপাট ও শপিংমল বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতিতে জনসাধারণকে বার বার সতর্ক করার পরও স্বাস্থ্যবিধি না মেনে মার্কেট-শপিংমলে ভিড় জমানোয় আজ রবিবার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষ হওয়ার পরপরই যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ এপ্রিল যশোর জেলাকে লকডাউন করা হয়েছিল। পরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ মে নির্ধারিত শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয় কিন্তু স্বস্থবিনি না মানায় নতুন করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ রবিবার বিকেল ৩টায় যশোর সার্কিট হাউজে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মোহাম্মদ শফিউল আরিফ এতে সভাপতিত্ব করেন। সভায় যশোরের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আগামী মঙ্গলবার থেকে ফের দোকানপাট, শপিংমল ও মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন