ঢাকা | বুধবার
৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার মাঝেও দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন

করোনা পরিস্থিতিতে নির্দেশনা মেনে চা বাগানগুলোতে উৎপাদন চালিয়ে যাওয়ায় চাঙ্গাভাব ফিরে এসেছে এ শিল্পে । এ বছর গত মৌসুমের চেয়েও বেশি পরিমাণ চা উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে চা শিল্পের এমন ধারা অব্যাহত রাখতে খরা মৌসুমে সেচ সুবিধা বাড়ানোর জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন মালিকরা।

জানা যায়, গত মৌসুমে একশ ৬৬টি চা বাগানে উৎপাদন হয়েছিল ৯ কোটি ৬১ লাখ কেজি। তবে চলতি মৌসুমে টার্গেট ১১ কোটি কেজি।

বুরজান চা বাগান ব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানা, ফলন গত বছরের তুলনায় এবার বেশি হবে। এ বছর যদি কোনো ধরণের বালাই না দেখায় এই আশা করা যেতেই পারে। এছাড়া লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বাগানগুলোতে পুরোদমে কাজ করা হচ্ছে।

নর্থ-সিলেট ভ্যালি টি এসোসিয়েশন চেয়ারম্যান নোমান হায়দার চৌধুরী জানান, সরকার থেকে যদি শুল্ক ছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি দেয় আমাদের উপকার হবে। এতে আমাদের খরচটাও  কমে আসবে।

আনন্দবাজার/রনি

সংবাদটি শেয়ার করুন