ঢাকা | বুধবার
৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হাটহাজারীতে একদিনেই করোনায় ৯ জন পজিটিভ

চট্টগ্রাম হাটহাজারীতে একই পরিবারে ৪ জনসহ নতুন ৯ জন করোনা রোগী শনাক্ত। নতুনসহ হাটহাজারীতে সর্বমোট ২২ জনের করোনা পজিটিভ। তার মধ্যে ১ জন মহিলা মৃত্যুবরণ করেন।

নতুন শনাক্তকৃতরা হলেন, উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৬নং ওয়ার্ড ওয়াশিল তালুকদার বাড়ি একই পরিবারে ৪ জন। উল্লেখ্য ঐ পরিবারে পূর্বেও একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। এরপর ঐ পরিবারের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করা হলে গত ১৬ই মে শনিবার পজিটিভ বলে জানা যায়। এখন নতুন ৪ জনসহ একই পরিবারে মোট ৫ জন করোনায় আক্রান্ত।

বাকিরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ১জন, ল্যাব সহকারী ১ জন, এম্বুলেন্স ড্রাইভার ১জনসহ মোট ৩জন, ধলই ইউনিয়নে ১জন (মহিলা) ও কুয়াইশ কলেজ এলাকায় ১জন।

এই নিয়ে গত ২৪ ঘন্টায় হাটহাজারীতে মোট ০৯ জনের করোনা পজিটিভ।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ রুহুল আমিন এক স্ট্যাটাসের মাধ্যমে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন