ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ ১৭৫ জনের করোনা শনাক্ত

কক্সবাজার জেলায় দিনদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মে মাসের শুরু থেকে কক্সবাজার জেলায় করোনা ভাইরাসের হটস্পট হয়ে উঠেছে। শনিবারও কক্সবাজারে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১৬মে) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৮৪ জনের করোনা নমুনা পরীক্ষায় একজন রোহিঙ্গাসহ মোট ২৪ জনের করোনা প্রজেটিভ আসে। বাকিদের রিপোর্ট নেগেটিভ।

করোনা সনাক্তকৃত ২৪ জনের মধ্যে একজন বান্দরবান জেলার। বাকি ২২জন কক্সবাজারের বিভিন্ন উপজেলার।

কক্সবাজার সিভিল সার্জন ডা.মাবুবুর রহমানের দেয়া তথ্যমতে, এ পর্যন্ত ৪ জন রোহিঙ্গাসহ কক্সবাজারে জেলায় মোট ১৭৫ জন করোনা রুগী শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদরের ৪১ জন, চকরিয়ার উপজেলা ৬০ জন, উখিয়া উপজেলায় ২২ জন, পেকুয়া উপজেলায় ২২ জন, মহেশখালী উপজেলায় ১২জন, টেকনাফ উপজেলায় ৭জন, রামু উপজেল উপজেলায় ৪জন, কুতুবদিয়া উপজেলা ২জন। বাকি ৪জন রোহিঙ্গা। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেগেছেন ৩৩জন।

কক্সবাজার সিভিল সার্জন ডা.মাবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি কক্সবাজার জেলায় দিনদিন করোনার প্রাদুর্ভাব বাড়ছে উল্লেখ -করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ঘরে সবাইকে থাকার অনুরোধ জানিয়েছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন