ঢাকা | বুধবার
৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ৪ দফা দাবি নিয়ে দলিল লেখকদের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে ৪ দফা দাবিতে সদর উপজেলার দলিল লেখক সমিতি সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুরে পঞ্চগড় পৌর এলাকার তেলীপাড়ায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা।

এ সময় সংগঠনটির সভাপতির পক্ষে দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বাবুল এক লিখিত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ৪ দফা দাবিতে বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে দেশে অফিস-আদালত সহ প্রায় সব ধরনের সরকারী প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। এ কারণে পঞ্চগড় সদরে প্রায় ৫৪ জন দলিল লেখক এখন অলস সময় কাটাচ্ছেন। কাজ নেই তাই অনেকের হাতে টাকা-পয়সাও নেই। বিধায় সমিতির সদস্যরা স্ত্রী-সন্তানদের নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছে। এ মহমারী দূর্যোগের ক্রান্তিলগ্নে সরকার যদি দলিল লেখকদের জন্য প্রনোদনার ব্যবস্থা করেন।পাশাপাশি প্রত্যেক দলিল লেখক সদস্যর জন্য স্থায়ী মাসিক ভাতার ব্যবস্থা সহ বার্ধক্য বয়সে এককালীন আর্থিক অনুদানেরও দাবি জানান তারা।

এ সময় সংবাদ সম্মেলনে সংগঠনটির সদর উপজেলার সভাপতি সফিজুল ইসলাম, সম্পাদক সহিদুল ইসলাম সরকার, অর্থ সম্পাদক তফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন