করোনায় অসহায় এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সরকার ঘোষিত হতদরিদ্র ৫০ লাখ পরিবারের জন্য ২ হাজার ৫শ’ টাকা করে নগদ অর্থ সাহায্যের কার্যক্রমের তালিকায় ব্যাপক অনিয়ম হয়েছে। কিছু অসাধু ভোগবিলাসী মানুষ এই অনিয়মের জন্য দায়ী।
সম্প্রতি এ ঘটনায় জড়িত বেক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির আহবান জানিয়েছে দুর্নীতি বিরোধী আর্ন্তজাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এবং সেই সাথে পুনরায় তালিকা তৈরি করা হচ্ছে।
সহযোগিতার অর্থ তহবিলের তালিকায় অনেক বিত্তশালী এবং তাদের সচ্ছল আত্মীয়-স্বজনের নাম থাকায় দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
এই ব্যাপারে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী একই মোবাইল নম্বর ২শ’ জন উপকারভোগীর নামের পাশে ব্যাবহা্র করার ঘটনা কখনই অনিচ্ছাকৃত ভুলের অংশ হতে পারে না।
সেই সাথে তিনি আরও বলেন,সুবিধাবঞ্চিত অসহায় মানুষ এবং দুর্যোগের ফলে বিপন্ন মানুষদের হাতে যেন এই সহযোগিতার টাকা পৌঁছে তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে যারা এ নগদ তহবিল পাচ্ছেন বা পাবেন তাদের পূর্ণ তালিকা সর্বসাধারণের স্বার্থে ওয়েবসাইটে প্রকাশ করার আহ্বান জানানো হয়।
আনন্দবাজার/এইস এস কে