ঢাকা | বুধবার
৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নিত্যপণ্য বিক্রিতে কারসাজি করায় ১৩৭ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

সারা দে‌শে ৮৮টি পাইকা‌রি ও খুচরা বাজারের ১৩৭টি প্রতিষ্ঠান‌কে জরিমানা করা হ‌য়ে‌ছে। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, কারসাজি করে পণ্যের দাম বেশি রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও ওজনে কম দেয়ার অপরাধে এসব জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

১৬ মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান করে এসব জরিমানা করে।

অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাস আর রমজান মাসকে পুঁজি করে ভোক্তার স‌ঙ্গে প্রতারণা কর‌ছে। এই কারণেই করোনায় উদ্ভূত পরিস্থিতিতে ও পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়াধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সারা দেশে ৮৮টি বাজারে (পাইকারি ও খুচরা) তদারকিমূলক অভিযান চালিয়ে ভোক্তা আইন বি‌রোধী বি‌ভিন্ন অপরা‌ধে ১৩৭ প্রতিষ্ঠান‌কে চার লাখ ৮০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন