ঢাকা | বুধবার
৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তালিকায় একই মোবাইল নাম্বার একাধিকবার, বাতিল ৮ লাখ নাম্বার

সম্প্রতি ৮ লাখ মোবাইল নাম্বার বাতিল করা হয়েছে। করোনায় এমন পরিস্থিতিতে সরকার অর্থ তহবিল দিয়েছে। সেই অর্থ তহবিলের তালিকায় একই নাম্বার অনেকবার আসায় বাদ দেওয়া হয়েছে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সেই সাথে  তালিকা পুনরায় গঠন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

দেশের এমন পরিস্থিতিতে কয়েকটি জায়গায় প্রধানমন্ত্রীর নগদ অর্থ  সহযোগিতা প্রদান কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগও পাওয়া গেছে। তহবিলের টাকা দেয়ার জন্য করা নামের তালিকায় একই মোবাইল নম্বর অনেকবার দেয়া হয়েছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ এই অনিয়ম করে থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

হবিগঞ্জে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহযোগিতা লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে নগদ অর্থ সাহায্য পাবেন ১ হাজার ১৭৬ জন। ইতোমধ্যে তালিকা জমাও দেয়া হয়েছে। কিন্তু রয়েছে নানা অনিয়ম। ৩শ’ জনের নামের সাথে পাওয়া গেছে মাত্র ৪টি মোবাইল নম্বর। আরও আছে অনেক বিত্তশালীর পাশাপাশি একই পরিবারের ৬ সদস্য।

আরও জানা গেছে, তালিকায় ৪০ জন মানুষের নামের বিপরীতে নিজের মোবাইল নম্বর বসিয়ে দিয়েছেন এক ইউপি সদস্য। শুধু তাই নয় এ ছাড়াও তালিকায় চৌকিদার, সরকারি বিভিন্ন সুবিধাভোগকারী এবং সচ্ছল ব্যক্তির নাম আছে। এ ঘটনায় অনিয়মকারী ইউপি সদস্যকে কারণ বর্ণনা করার নোটিশ দিয়েছে নির্বাহী কর্মকর্তা।

আনন্দবাজাএ/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন