ঢাকা | বুধবার
৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিকাশ থেকে হাতিয়ে নেয়া টাকা উদ্ধার করল পুলিশ

প্রতারণা করে বিকাশ থেকে হাতিয়ে নেয়া ২৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। নেত্রকোনা জেলার কেন্দুয়ায় জোসনা আক্তারের সাথে প্রতারণার ঐ ঘটনা ঘটে। পরে কেন্দুয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিকাশ এর নাম ভাঙিয়ে প্রতারণা চক্রের ফাঁদ থেকে টাকা উদ্ধার করে। শনিবার (১৬মে) বিকালে উদ্ধারকৃত ২৫ হাজার টাকা মালিকের হাতে তুলে দেয়া হয়।

জানা যায়, ওই টাকার মালিক কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিছাহাতি গ্রামের কামাল হোসেন সবুজ মিয়ার স্ত্রী জোসনা আক্তার। জালিয়াতির শিকার হয়ে তিনি গত মাসে কেন্দুয়া থানায় একটি সাধারন ডাইরি করেন।

গত মাসের ২৮ তারিখ তার মোবাইল ফোনে বিকাশ-এর অফিসের লোক পরিচয় দিয়ে একটি নাম্বার থেকে এসএমএস পাঠিয়ে তাকে প্রতারণার ফাঁদে ফেলে তার পিন কোড সংগ্রহ করে একটি চক্র এবং তার অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা নিয়ে যায়।

এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই নোমান সাদেকি বলেন, সহকারী পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল এসপি মাহমুদুল হাসান স্যারের দিকনির্দেশনায় উক্ত ডাইরিটি আমলে নিয়ে তদন্ত শুরু করি। জানতে পারি ওই বিকাশ-এর নাম ভাঙানো প্রতারণা চক্রটি রংপুর এলাকার, পরে রংপুর পুলিশের সহযোগিতায় ২৫ হাজার টাকা উদ্ধার করে কেন্দুয়া থানার সামনে লোকজনের উপস্থিতে ওই অসহায় জোসনা আক্তারের হাতে তুলে দিয়েছি।

টাকা বুঝে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন প্রতারণার শিকার জোসনা আক্তার।

আনন্দবাজার/ডব্লিউ এস/এইচ কে

সংবাদটি শেয়ার করুন