ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার বিশেষায়িত হাসপাতাল চালু হচ্ছে চট্টগ্রামে

প্রানঘাতী করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত ১০০ বেডের হলি ক্রিসেন্ট হাসপাতাল চালু হচ্ছে চট্টগ্রামে। আগামী বুধবার থেকেই হাসপাতালটি চালু করা হবে। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির জানান, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিয়ন্ত্রণে এ হাসপাতাল পরিচালিত হবে।

তিনি বলেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পরিচালনায় হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনা চিকিৎসায় চালু করার নির্দেশ শনিবার দিয়ে দিয়েছে মন্ত্রণালয়।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. আশীষের তত্ত্বাবধানে এবং জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় হলি ক্রিসেন্ট চালু করা হবে।

এই হাসপাতালে পোস্টিং দেয়া হতে পারে সম্প্রতি চট্টগ্রাম সিভিল সার্জনের আন্ডারে যুক্ত হওয়া ৭৩ জন চিকিৎসকদের মধ্য থেকে বেশ কয়েকজন। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগে চাকরি করেন এমন অভিজ্ঞ চিকিৎসকদের সাময়িক সময়ের জন্য এ হাসপাতালে যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরো বলেন, হলি ক্রিসেন্ট হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু হচ্ছে আগামী বুধবার। আরও সপ্তাহখানেক সময় লাগবে আইসিও বেড চালু করতে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন