সামান্য পশ্চিম-উত্তর পশ্চিমে সরে আরও ঘণীভূত হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি।
শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে জানিয়েছে এবং সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলেছে।
নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন এর নাম হবে ‘আমফান’। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপে থাইল্যান্ড এ নামের প্রস্তাব করেছিল।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, শনিবার বেলা ১২টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে; মোংলা থেকে ১৩০৫ কিলোমিটার দক্ষিণে, পায়রা থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণে এবং কক্সবাজার থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
অনন্দবাজার/এস.কে