টানা তিন দিন যাবৎ হুবহু আম আকৃতির ডিম পাড়ছে এক মুরগি। বান্দরবানের লামায় পৌরসভার চাম্পাতলী এলাকায় বসবাসরত লামা প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজার পালিত মুরগি আম আকৃতির ডিম পেড়ে আসছে। আর এ ডিম দেখার জন্য স্থানীয়রা তার বাড়িতে ভিড় করছেন।
মুরগির মালিক মোহাম্মদ মহসীন রেজা জানান, তার এই মুরগিটির বয়স এক বছর। তার আগে যতবার ডিম পেড়েছে তা স্বাভাবিক ছিল। গত দুই দিন আগে সকালে উঠে মুরগির ঘরে যেয়ে দেখে হুবহু আম আকৃতির ডিম। এভাবে আজ শনিবারসহ একই আকৃতির তিনটি ডিম পেড়েছে মুরগিটি। ডিমগুলো তিনি সংরক্ষণ করছেন এবং বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও তিনি জানান।
লামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী জানান, মুরগির বিকৃত আকৃতির ডিম পাড়া একটি স্বাভাবিক ঘটনা। বিভিন্ন কারণে মুরগিসহ বিভিন্ন পাখির ডিমের আকৃতি ও গঠন মাঝে মধ্যে বিকৃত কিংবা পরিবর্তন হয়।
আনন্দবাজার/শহক