ঢাকা | সোমবার
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাজয়ী ৪৬ স্বাস্থ্যকর্মী ফিরেছেন কর্মস্থলে

করোনা জয় করে আবারো চিকিৎসা সেবা দিতে কর্মস্থলে ফিরেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৬ জন স্বাস্থ্যকর্মী। শনিবার (১৬ মে) করোনাজয়ী  স্বাস্থ্যকর্মীদের ফুল ও মাস্ক দিয়ে অভ্যর্থনা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে ১০০ জনেরও বেশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। বর্তমানে তাদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। পুরোপুরি সুস্থ ৪৬ জন যোগ দিলেন কর্মস্থলে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে কমেছে করোনাভাইরাসে সংক্রমিতের পরীক্ষার সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যাও কমেছে এদিন। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৯৩০ জন এবং মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৩৫ জন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন