ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্লোভেনিয়া ইউরোপের প্রথম করোনাভাইরাস মুক্ত দেশ

করোনাভাইরাস মুক্ত ইউরোপের প্রথম দেশ স্লোভেনিয়া। সারা বিশ্ব যেখানে করোনা থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা করছে ঠিক সে সময়েই দেশটির প্রধানমন্ত্রী জ্যানেজ জানসা এমন ঘোষণা দিলেন। গত বৃহস্পতিবার দেশটিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় তিনি এই ঘোষণা দেন।

গেল দুই মাসের আপ্রাণ চেষ্টায় করোনাকে পরাজয় করতে সক্ষম হয়েছেন বলে তিনি জানিয়েছেন। বর্তমানে এ পরিস্থিতিতে দেশটির লকডাউন অনেকটাই শিথিল করা হয়েছে স্লোভেনিয়ায়।

কিন্তু লকডাউন শিথিল থাকলেও সংক্রমন প্রতিরোধ করতে অন্যান্য নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে। সেই সাথে দেশটিতে করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের দেশে প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্তও নিয়েছে দেশটির সরকার।

জানা গেছে, স্লোভেনিয়ায় ২০ লাখ মানুষের মধ্যে করোনা ভাইরাসে মাত্র ১০৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা ভাইরাসে প্রথম সংক্রমণ শনাক্ত হয় ৪ঠা মার্চ এবং গত ১৩ই মে পর্যন্ত মোট সংক্রমণ প্রায় দেড় হাজার। গেল দু সপ্তাহে ৩৫ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আটজন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন