ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মো. নঈমুল হক (৩৮) নামের ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল মারা গেছেন।

আজ শুক্রবার (১৫ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোস্তফা জামাল বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে একজন পুলিশ সদস্য আইসিইউতে মারা গেছেন।’

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, ‘শ্বাসকষ্ট নিয়ে গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন কনস্টেবল নঈমুল হক। আজ সকাল সাড়ে ১১ টায় তিনি মারা যান। মৃত্যুর পর নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।’

কনস্টেবল নঈমুল হক ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার দেবীদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ির বাসিন্দা।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩০ জন নারী-পুরুষ। এছাড়া উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ২০ জনের বেশি। বর্তমানে আইসোলেশনে আছেন ১২৪ জন রোগী।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন